প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা স্নাতক স্তর উত্তীর্ণ হয়েছেন তাদের অনেকেরই ইচ্ছা স্নাতকোত্তর স্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করার। এমন অনেক স্টুডেন্ট আছেন যারা কর্মব্যস্ততার কারণে রেগুলার কলেজে গিয়ে বা ইউনিভার্সিটি গিয়ে ক্লাস করার সুযোগ পান না, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেইসব কর্মব্যস্ত বা শারীরিকভাবে অক্ষম স্টুডেন্টদের পড়াশোনার জন্য স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি প্রোগ্রাম নিজেদের লিস্টে রেখেছে। তাই যারা ভাবছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রেজুয়েশন করার জন্য আজকের এই পোস্টটি তাদের জন্য।
প্রথমেই দেখে নিতে হবে এই ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্টের উপর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করাতে সক্ষম।
1.PGMT (Mathematics) এই কোর্সটি করতে ন্যূনতম যোগ্যতা অংকে অনার্স। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
2.PGGR (Geography) এই কোর্সটি করতে ন্যূনতম যোগ্যতা ভূগোলে অনার্স। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
3.PGZO (Zoology) এই কোর্সটি করতে নূন্যতম যোগ্যতা প্রাণিবিদ্যায় অনার্স। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
4.PGBG (Bengali) এই কোর্সটি করতে যেকোনো ভালো ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পাশ করা আবশ্যক এবং বাংলায় 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
5.PGEG (English) এই কোর্সটি করতে যে কোন ভালো ইউনিভার্সিটি থেকে ইংরেজি নিয়ে পাস করা আবশ্যিক এবং ইংরেজিতে 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
6.PGELT (English language teaching) এই কোর্সটি করতে ইংলিশ অথবা লিঙ্গুইসটিক্স এর ওপর গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং তাতে অবশ্যই 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
7.PGHI (History) এই কোর্সটি করতে গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং ইতিহাসে 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
8.PGPS (Political science)এই কোর্সটি করতে গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং রাষ্ট্রবিজ্ঞান 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
9.PGPA (Public administration)এই কোর্সটি করতে গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা ইকোনমিক্স অথবা সোসিওলজি তে 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
10.PGED (Education) এই কোর্সটি করতে শিক্ষাবিজ্ঞানে গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং বি.এড. ডিগ্রী থাকা আবশ্যিক এবং গ্রাজুয়েশনে শিক্ষাবিজ্ঞানে 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
11.PGCO (Commerce) এই কোর্সটি করতে বি.কম. বা বি.বি.এ. ডিগ্রি আবশ্যিক । এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
12.PGSW (Social work) এই কোর্সটি করতে সোশিয়লজি অথবা পলিটিকাল সায়েন্স অথবা ইতিহাস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্স অথবা এনথ্রপলজি তে গ্রাজুয়েশন ডিগ্রি আবশ্যিক এবং বিষয়গুলিতে 300 নম্বর থাকা আবশ্যিক। এই কোর্সটি রেজিস্ট্রেশন হওয়ার দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
13.MLIS (Library & information science) এই ডিগ্রীটি করতে বি.এল.আই.এস. ডিগ্রি আবশ্যিক এবং লাইব্রেরী সাইন্সে কমপক্ষে 300 নম্বর আবশ্যিক।
প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
এইবার জানা যাক কোর্সগুলি করতে কত টাকা খরচ হয়। দুই বছরের ডিগ্রি প্রোগ্রাম গুলির জন্য প্রথম বছরে কোর্সের টাকা এবং এডমিশনের টাকা দিতে হয়, দ্বিতীয় বছরে কোর্সের টাকা এবং স্টুডেন্টশিপ ফিস দিতে হয়।
যে স্টুডেন্ট প্রথম দুই বছরে তার ডিগ্রি সম্পূর্ণ করতে পারে না তার ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষের জন্য শুধুমাত্র স্টুডেন্টশিপ ফিস ধার্য করা হয়।
এরপর জানা যাক এই বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিষয়ের বই কিভাবে সংগ্রহ করা যায়। সেই বিষয়ে জানিয়ে রাখি প্রত্যেকটি বিষয়ের এস.এল.এম. বা সেলফ লার্নিং মেটেরিয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকে, তার মাধ্যমে যে কোন স্টুডেন্ট অনলাইনে তার পাঠ্যপুস্তক ডাউনলোড করার মাধ্যমে পড়াশোনা করতে পারবে। তাছাড়াও প্রত্যেকটি স্টাডি সেন্টার থেকে প্রয়োজনীয় বই বিলি করা হয়।
অংক, ভূগোল এবং প্রাণিবিদ্যার ক্ষেত্রে প্রত্যেকটি পেপার কেবলমাত্র ইংরেজিতেই পাওয়া সম্ভব। বাংলা নিয়ে পোস্ট গ্রাজুয়েশন এর ক্ষেত্রে কোন প্রশ্নই ওঠে না ইংরেজি বই পাওয়ার। তাছাড়া ইতিহাস এম.এল.আই.এস. এবং এম.কম. ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকটি পেপার বাংলায় নয় কেবল ইংরেজিতে পাওয়া যায় তাছাড়া প্রত্যেকটি বিষয় বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে।
এই ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড দুটি ভাগে পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
70% এবং তার অধিক নম্বর প্রাপ্তদের ফাস্ট ক্লাস বা A+ Grade পাওয়ার সুব্যবস্থা রয়েছে।
60 থেকে 70% শতাংশের মধ্যে ফাস্ট ক্লাস A Grade পাওয়ার সুব্যবস্থা রয়েছে।
55 থেকে 60 শতাংশের মধ্যে সেকেন্ড ক্লাস বা B+ grade পাওয়ার সুব্যবস্থা রয়েছে।
40 থেকে 55 শতাংশের মধ্যে সেকেন্ড ক্লাস বা B Grade পাওয়ার সুব্যবস্থা আছে।
35 থেকে 40 শতাংশের মধ্যে সেকেন্ড ক্লাস বা C grade প্রাপ্ত হয়।
I AM LEARNING M.A IN EDUCATION.FROM NETAJI OPEN UNIVERSITY.