সম্মানীয় স্টুডেন্ট আপনারা যারা নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করছেন তাদের রিনিউয়ালের তারিখ প্রকাশিত হলো আজ 22শে নভেম্বর। ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ প্রকাশ করে বলা হয়েছে 23.11.2022 থেকে রিনিউয়াল শুরু হচ্ছে পোস্ট গ্রেজুয়েশন এর সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য, চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন বছরের ছাত্র-ছাত্রীরা এই রিনিউয়াল করতে সক্ষম, নিচে রইলো তার তালিকা –
Registration rear 1st Renewal
July 2018 সক্ষম ( যদি আগে না করে )
January 2020 সক্ষম ( যদি আগে না করে )
January 2021 সক্ষম ( যদি আগে না করে )
January 2022 সক্ষম ( যদি আগে না করে )
রিনিউয়াল এর জন্য কোন বিষয়ের ছাত্র-ছাত্রীদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখে নেওয়া যাক । নিম্নে রইল তার তালিকা –
Name of the Course Fees
M.A. in ( Bengali, English,
English language teaching, 4400
political science, public
administration, economics
and education) and M.Com
M.sc in mathematics and
master of social work 5800
Science courses
(geography and zoology) 18600
MA in journalism and
mass communication 13600
Studentship fees 600
উপরে দেওয়া প্রত্যেকটি কোর্সের সাথে স্টুডেন্টশিপ ফিস যুক্ত হবে 600 টাকা । কোন স্টুডেন্ট যদি আগে বাকি টাকা পেমেন্ট করে থাকে তাহলে এইবার তাকে শুধু স্টুডেন্টশিপ ফিস দিতে হবে।
এইবার দেখা যাক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রিনিউয়াল প্রক্রিয়া চলবে।
- অনলাইনে রিনিউয়াল সিস্টেম খোলা থাকবে 23.11.2022 (বিকেল চারটে) থেকে 20.12.2022(রাত দশটা) পর্যন্ত।
- অনলাইনে টাকা জমা করার তারিখ 23.11.2022 (বিকাল চারটে) থেকে 22.12.2022 (রাত দশটা) পর্যন্ত।
- অফলাইনে টাকা জমা করার তারিখ 24.11.2022 (সকাল দশটা) থেকে 22.12.2022 (রাত দশটা) পর্যন্ত ।।