TET Update

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা টেট পরীক্ষার পরীক্ষার্থী তারা অবশ্যই জানেন যে টেট পরীক্ষার সময় প্রায় চলে এল। তাই এই টেট পরীক্ষার নিয়মাবলী কি কি দেওয়া হয়েছে সেটা এক ঝলকে দেখে নেওয়া যাক।

টেট পরীক্ষার নিয়মাবলী :
1.এডমিট ২ কপি নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড অরিজিনাল।
অর্থাৎ আপনারা এখন যে টেট পরীক্ষায় বসতে চলেছেন তাদের যে এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, সেই এডমিট ২ কপি নিয়ে যেতে হবে পরীক্ষাহলে, সঙ্গে লাগবে আধার কার্ড,যা কিন্তু অরিজিনাল কপি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

  1. এক কপি পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে , যেরকম ছবি এডমিটে আছে সেই ছবি এই ছবিটি পরীক্ষা হলে অ্যাটেনডেন্স শিটে লাগাতে হবে।
    অর্থাৎ পাসপোর্ট সাইজের যে ছোট ছবি হয় সেই ধরনের ছবি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অবশ্যই ঠিক সেই ছবি যা আপনার এডমিডে আছে। এই ছবিটি পরীক্ষা হলে অ্যাটেনডেন্স সিটে লাগাতে হবে ।আপনাদের যারা পরীক্ষক থাকবেন তারা এই অ্যাটেনডেন্স শিটেতে আপনাদের নিয়ে যাওয়া পাসপোর্ট ছবি লাগিয়ে দেবেন।
  2. কালো বল পেন নিয়ে যেতে হবে।
    সকলেই জানেন টেট পরীক্ষায় কেন সমস্ত রকম চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই কালো বলপেন নিয়ে যাওয়া আবশ্যিক বলা থাকে। তাই মনে করে একটি বা দুটি কালো বলপেন নিয়ে যেতে হবে।
  3. পরীক্ষা শেষে আপনার কাছ থেকে নেওয়া হবে অরিজিনাল গোলাপি রঙের OMR এর কাগজ এবং এক কপি অ্যাডমিট কার্ড।
    অর্থাৎ আপনাদের কিন্তু যে পরীক্ষা পত্র দেওয়া হবে সেই পত্রে আপনাদের কালো বলপেন দিয়ে পরীক্ষা দিতে হবে এবং সেই অরিজিনাল কপিটি জমা নেওয়া হবে এবং নেওয়া হবে এক কপি এডমিট কার্ড। যা আগেই বলা হয়েছে দুই কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার জন্য।
  4. পরীক্ষা শেষে আপনাকে দেওয়া হবে প্রশ্নপত্র, OMR সবুজ রঙের কাগজ এবং এক কপি শিক্ষকের সই করা এডমিট কার্ড।
    অর্থাৎ পরীক্ষার শেষে আপনার যে মূল প্রশ্নপত্র যা সবুজ রঙের হয়ে থাকে সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এক কপি শিক্ষকের সই করা এডমিট কার্ড অবশ্যই আপনাদের দিয়ে দেওয়া হবে যা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন।

সবশেষে বলে রাখি এইটাই হল টেট পরীক্ষার সম্পূর্ণ নিয়মাবলী। সম্পূর্ণ নিয়মাবলী দেখে অবশ্যই পরীক্ষা হলে যাবেন।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping